জনগণকে জিম্মি করেও দমাতে পারছে না সরকার: ফখরুল

হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটে বিএনপির গণসমাবেশের আগের রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, জনগণের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে। জনগণকে জিম্মি করে রেখেছে, ‍পুলিশ-গুণ্ডা দিয়ে হামলা করছে, তবুও মানুষ দমে যাচ্ছে না।

আজ শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য শুক্রবার রাতে সিলেটে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আপনারা দেখেছেন মাদ্রাসা মাঠে আজকেই হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনো নির্যাতন, কোনো ফ্যাসিবাদ টিকে থাকবে না। জনগণের বিজয় অবশ্যই হবে।'

মির্জা ফখরুল বলেন, 'এই সরকার ১৪-১৫ বছরের অবৈধ শাসনে একদিকে রাজনৈতিক কাঠামোকে বিনষ্ট করেছে, অপরদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে। সাধারণ মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে। জ্বালানি তেলেরও মূল্য বৃদ্ধি করা হয়েছে।'

তিনি বলেন, 'তারা রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি করেছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে। সামগ্রিক অর্থে দেশে এখন দুঃসময় চলছে। এজন্য দায়ী এই অনির্বাচিত ও অবৈধ সরকার। তারা দুর্নীতির মাধ্যমে জাতিকে বিনষ্ট করে করে দিয়েছে। এ কারণেই আমরা আন্দোলন গড়ে তুলেছি।'

বিএনপি মহাসচিব আরও বলেন, 'সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনই এদেশের মানুষের এখন তুমুল দাবি।'

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

1h ago