সরকার অর্থ লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে: খন্দকার মোশাররফ

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ
কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশ। ছবি: খালিদ বিন নজরুল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার অর্থ লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সরকারের দুঃশাসন ও অপকর্মে মধ্যবিত্ত মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছে।

তিনি বলেন, 'দারিদ্র্যের হার ২০ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত হয়েছে।'

'সরকার কেবল ক্ষমতায় থাকার জন্য দেশকে পতনের ঝুঁকিতে ঠেলে দিয়েছে। যেহেতু সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, তাই তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেনি। সরকার যেমন অর্থনীতিকে ধ্বংস করেছে, তেমন অর্থনীতিকে পুর্নরুদ্ধার করতে পারছে না। তাই জনগণ আর এই সরকারকে দেখতে চায় না,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা যখন ডিসেম্বরে সরকারকে ক্ষমতাচ্যুত করার কর্মসূচি ঘোষণা করব, আশা করি আপনারা (জনগণ) সেই আন্দোলনে যোগ দেবেন।'

কুমিল্লার নাম গোমতী প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'মানুষ চায় এই বিভাগের নাম কুমিল্লা হোক, অন্য কিছু নয়। যদি এর নামকরণ অন্যকিছু হয়, তাহলে আমরা (কুমিল্লার জনগণ) তা মেনে নেব না।'

'বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা ছাড়া আর কিছুই হবে না,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

19 killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

5h ago