নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৩৬ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি আরও ৫০০

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুধারামে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-শিবিরে ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার দিনগত রাতে সুধারা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোজাফ্ফর আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করেন। আসামিদের মধ্যে জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, শনিবার সকাল ৯টার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকায় জামায়াতের গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করা হয়। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। শনিবার সকালে আটক ২৩ নেতাকর্মীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে করাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মী জামে মসজিদ মোড় এলাকায় জড়ো হয়। সকাল ৯টার দিকে তাদেরকে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনার পর পুলিশ জেলা শহর ও পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করে। এর মধ্যে জেলা জামায়াতের আমির সায়েদ আহমেদ ও শিবিরের নেতাকর্মী রয়েছেন।

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago