পুলিশের লাঠিচার্জে পটুয়াখালীতে বিএনপির পদযাত্রা পণ্ড

পদযাত্রায় পুলিশি অ্যাকশন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেওয়া পদযাত্রা কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুটটি।

স্নেহাংশু সরকার জানান, সকালে কর্মসূচির শুরুতেই পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে কর্মসূচি পণ্ড করে দেয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেআইনিভাবে রাস্তা দখল করে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এ জন্য তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।'

তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেন তিনি।

ধাওয়া। ছবি: সংগৃহীত

এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পটুয়াখালীতে বিএনপির আজকের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ 'গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা' দাবিতে আজ জেলায় জেলায় এ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।

এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago