গাবতলীতে বিএনপির পদযাত্রা, আমিনবাজারে যানজট

আমিনবাজারে দেড় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

গাবতলীতে বিএনপির পদযাত্রা ও পুলিশের চেকপোস্টের কারণে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর সেতু পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে এ যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা ঘিরে সকাল ১০টা থেকেই বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সকাল ১১টার দিকে তারা পদযাত্রা শুরু করেন।

আমিনবাজারে কথা হয় ঢাকাগামী যাত্রী আল মাহমুদের সঙ্গে। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আধঘণ্টা ধরে বাস এক জায়গাতেই থেমে আছে। শুনেছি বিএনপির পদযাত্রা ও গাবতলীতে চেকপোস্ট বসানোর কারণে এই যানজট সৃষ্টি হয়েছে।'

জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'গাবলতীতে বিএনপির পদযাত্রা ও চেকপোস্ট কার্যক্রম চলছে। সেই কারণেই সড়কের ঢাকামুখী লেন আমিনবাজারে যানজট সৃষ্টি হয়েছে।'

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'আজ মহাসড়কে কোনো চেকপোস্ট বাসানো হয়নি। তবে নিরাপত্তা জোরদার করায় মহাসড়কে পুলিশ রয়েছে।'

Comments

The Daily Star  | English

Women’s participation in banking declines

According to the central bank, female participation in banking dropped by 4.96 percent, or 1,867 individuals.

11h ago