আগামীকাল ঢাকায় বিএনপির শোক র‌্যালি

সারা দেশে বিএনপির ৩ দিনের অবরোধ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদযাত্রায় নিহত নেতাকর্মীদের বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার নয়াপল্টনে শোক র‌্যালি করবে দলটি।

আজ সন্ধ্যায় যাত্রাবাড়ীতে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তত্ত্বাবধায়ক সরকার সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। এই দাবি পুনরাবৃত্তি করে মির্জা আব্বাস বলেন, 'বাংলার মানুষ ক্ষেপে গেছে। তারা আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না। সারা দেশের মানুষ রাজপথে নেমেছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না।'

তিনি আরও বলেন, 'বিশ্বের কোনো দেশেই কর্তৃত্ববাদী সরকার আপসে ক্ষমতা ছাড়ে না। তাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, বিচারের মুখোমুখি করতে হয়। আমরাও জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাব।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদক  সালাউদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ আরও অনেকে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago