সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

বিএনপির ৩ যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে হাজারো কর্মী ও সমর্থকরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল দলের আয়োজনে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু।

এর আগে সকাল থেকেই দলের নেতাকর্মীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এসময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের ব্যানার নিয়ে পৃথক অবস্থান নিয়েছেন।

এদিকে সমাবেশের প্রভাবে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন এলাকা ও আশপাশের অন্যান্য সড়কে তীব্র যানজট দেখি দিয়েছে।

সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago