তাপসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল: এটা তাদের জমিদারি

তাপসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল: এটা তাদের জমিদারি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চরিত্র, কথা-বার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে।

তিনি আরও বলেন, 'এটা হচ্ছে তাদের জমিদারি, সে জন্য কাকে ঢুকতে দেবে-কাকে ঢুকতে দেবে না, এ ধরনের কথা তারা বলে।'

আজ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আপনি বলেছেন, আওয়ামী লীগ আদালত দিয়ে বিএনপি বা বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে। আবার ঢাকার একজন মেয়র বলেছেন, আপনাকে নাকি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, 'মানসিকতাটা কোথায় কথার মধ্যেই পাবেন। আমি বারবার একটা কথা বলি, তাদের চরিত্র, তাদের কথা-বার্তা বলা সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। একটা জমিদারি ব্যাপার থাকে।'

'এটা হচ্ছে তাদের জমিদারি, সে জন্য কাকে ঢুকতে দেবে, কাকে ঢুকতে দেবে না; এ ধরনের কথা তারা বলে। আমরা এগুলো খুব গুরুত্ব দেই না। কারণ এগুলো আমরা বহু ফেস করেছি তো ইতোমধ্যে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কী বললো না বললো এটাতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই যে, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন চায়, একটা নিরপেক্ষ সরকারের অধীনে,' বলেন তিনি।

গতকাল বুধবার রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবের বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, 'আর তো মুখ নাই, লজ্জায় এখন ঢাকা ছাইড়া গেছে ঠাকুরগাঁওয়ে। আমরা ঢাকায় ঢুকতে দেবো না। রাজধানী বন্ধ রাখব আমরা ইনশাল্লাহ।'

তিনি আরও বলেন, 'যেখানেই যান, বাঙালিরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা প্রত্যাখ্যাতই থাকবেন।'

Comments

The Daily Star  | English
govt employees punishment rule

Govt employees can now be punished for infractions within 14 working days

Law ministry issues ordinance amending the Public Service Act, 2018

1h ago