নির্বাচন করে দেখেন কয় সিট পান: জাতীয় পার্টিকে নানক

নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি: স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, 'জাতীয় পার্টির ভাইরা বড় বড় কথা বলেন। নির্বাচন করে দেখেন কয় সিট পান। আপনাদের পায়ের তলায় মাটি নাই।'

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের 'উন্নয়ন ও শান্তি সমাবেশে' বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এবার এ দুটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার দাবি তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নানক বলেন, 'আসনটিতে জাতীয় পার্টির এমপি এখানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। এবার এ আসনে দাবি উঠেছে নৌকা দেওয়ার।'

বিএনপিকে 'সন্ত্রাসের দল' উল্লেখ করে নানক বলেন, 'চোরে না শোনে ধর্মের কাহিনী। শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এসব ওদের ভালো লাগে না। ওই সন্ত্রাসের দল অশান্তি বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা তৈরি করতে চায়।'

'তারা আমাদের গণতন্ত্রের সংজ্ঞা বোঝায়। জ্বালাও-পোড়াও করা দল গণতন্ত্র শেখায় আমাদের। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়ে ইনডেমনিটি যারা পাশ করেছে, যারা গ্রেনেড হামলা চালায়, তারা আমাদের আইনের শাসন বোঝায়,' বলেন এ আওয়ামী লীগ নেতা।

বিএনপির 'ষড়যন্ত্র রুখতে' নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

নানক বলেন, 'ওরা আবার অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করবে। আপনারা চুপ করে বসে থাকবেন না।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'মির্জা ফখরুল সাহেব ভংচং করবেন না। আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। লন্ডনে বসা তারেকের লক্ষ্য এদেশে বাস্তবায়িত হতে দেব না।'

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভায় প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

59m ago