হরতাল

‘বরিশালে যাত্রী নেই, তাই ছাড়েনি দূরপাল্লার বাস’

বরিশালের নথুল্লাবাদ থেকে দূরপাল্লার বাস না ছাড়ায় অলস সময় কাটাচ্ছেন পরিবহনকর্মীরা। ছবি: টিটু দাস/স্টার

বিএনপির ডাকা হরতালে বরিশাল থেকে আজ রোববার সারাদিনে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দূরপাল্লার বাসের কাউন্টার ম্যানেজাররা জানান, যাত্রী না থাকায় তারা বাস ছাড়ছেন না। বাস ছাড়েনি সাকুরা পরিবহনও।

বরিশাল বাস মালিক গ্রুপের সম্পাদক কিশোর কুমার দাস বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে যাত্রী নেই বলে দূরপাল্লার বাস ছাড়া হয়নি।'

তবে বিআরটিসি ও দুয়েকটি পরিবহন সংস্থার অল্প কয়েকটি বাস চলাচল করেছে। স্থানীয় রুটেও চলেছে অল্প কিছু বাস।

সড়ক ও মহাসড়কে থ্রি-হুইলার ও অটোরিকশা চলতে দেখা গেছে। 

অভ্যন্তরীণ রুটে ছোট আকারের লঞ্চ চলাচল অব্যাহত ছিল। স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই লঞ্চ চলাচল করেছে।

শহরের অধিকাংশ বড় দোকান ও মার্কেট বন্ধ ছিল। 

এদিকে সকাল থেকে সদর রোডে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন।

সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপিকে মোটরসাইকেলে মহড়া দিতে দেখা গেলেও বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কাউকে পাওয়া যায়নি।

বিএনপি কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

Comments

The Daily Star  | English

People cautioned of travelling to India, affected countries as Covid spreads

DGHS has also instructed to enhance health screening and surveillance measures at all land, river, and airports

10h ago