আমিনবাজার চেকপোস্টে আটক ৩০ জনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

আমিনবাজারে বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি চালান পুলিশ সদস্যরা। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার চেকপোস্ট থেকে আটকদের মধ্য থেকে ৩০ জনকে পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিষয়টি আজ রাত পৌনে ৮টার দিকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা।

তিনি বলেন, আমিনবাজার চেকপোস্ট থেকে আটককৃতদের মধ্যে ৩০ জনকে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। প্রত্যেকের দুই দিনের রিমান্ড মনজুর করেন আদালত।

তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমিনবাজার থেকে মোট কতজনকে আটক করা হয়েছিল এমন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার অন্যান্য প্রবেশমুখের মতো আমিনবাজারেও যানবাহনের যাত্রীদের তল্লাশির জন্য চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। বিএনপির নেতাকর্মী বলে সন্দেহ হলেই ঢাকামুখী যাত্রীদের আটক করে পাশের ২০ সজ্জার একটি হাসপাতাল রাখা হয়। পরে দুটি প্রিজন ভ্যানে করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। যাচাই বাছাই তাদের মধ্য থেকে কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

30m ago