অবরোধ

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই লরিতে আগুন

দুই দুর্বৃত্ত এসে পেট্রলবোমা নিক্ষেপ করলে লরিটিতে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে লরিটিতে আগুন ধরে যায়।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঘটনার পরপরই চালক ঘটনাস্থল ত্যাগ করায় তার অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি বলেন, 'লরিটি বিএসআরএম কারখানা থেকে রডবোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কে হঠাৎ মোটরসাইকেলে দুই যুবক এসে গাড়ির গতিরোধ করে।'

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, 'দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।'

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল টিটো সাংবাদিকদের বলেন, 'মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় ৫-৭টি গাড়ি একসঙ্গে করে প্রয়োজনে পুলিশি নিরাপত্তা ও এসকর্ট দিয়ে চালানো হবে।'

দূরপাল্লার বাস ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিজিএফআই, এনএসআই, বিআরটিএর কর্মকর্তারা, বাস মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

World heart day: Drug shortage risks hypertension control effort

WHO reports that 2,83,800 people died of cardiovascular diseases that year.

8h ago