‘প্রধানমন্ত্রীকে অনুরোধ সব দলকে নিয়ে আলোচনায় বসুন, দেশের মানুষ এটা চাইছে’

সংসদ
জাতীয় সংসদ ভবন। স্টার ফাইল ফটো

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

এ জন্য সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান মুজিবুল হক চুন্নু।

মুজিবুল হক চুন্নু বলেন, 'জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব কে কী বলল, কী সমালোচনা করল এগুলোর ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনার জন্য আহ্বান জানান, দেশের মানুষ এ জিনিসটা চাইতেছে।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'আর বিরোধী দল...মাঠে আছে বিএনপিসহ যারা তাদের বলব আপনারাও জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে, পূর্বশর্ত না করে শর্তগুলো টেবিলে এসে আলোচনা করেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে এটা আমাদের বলার দায়িত্ব।'

'আমরা পাঁচ বছর বিরোধী দলে ছিলাম। একসঙ্গে অনেক বছর কাজ করেছি। আওয়ামী লীগের সঙ্গে জোটও করেছিলাম, তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। তাই আমরা সেই প্রেক্ষিতে বলবো সংলাপের পরিস্থিতি,' যোগ করেন চুন্নু।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ নিহত হওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, 'এগুলো সহ্য হয় না। এ আন্দোলনের কারণে বেশ কয়েকজন নিরীহ মানুষও মারা গেছে। এটাও গ্রহণযোগ্য না। আবার রোববার-সোমবার রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন। মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে আছে।'

চুন্নু বলেন, 'বড় দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফাটফা, ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করে...ইচ্ছে করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্যে থেকে একটা পথ বের করতে পারি, যে একটা নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব।'

এ কাজে প্রধানমন্ত্রীকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'জাতীয় পার্টি এক দফাতে বিশ্বাসী না। জাতীয় পার্টি বিশ্বাসী সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব।'

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago