বাসে আগুনের মামলায় বিএনপি নেতা শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম এ আদেশ দেন।

এর আগে আজ ভোরে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করে পুলিশ।

শাহজাহান ওমরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইরুল ইসলাম। 

নিজেকে নির্দোষ দাবি করে ওমর আদালতে বলেন, 'তিনি মুক্তিযোদ্ধা। জনগণের জীবন ও সম্পদ রক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন। কিন্তু সরকার তাকে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করেছে।'

তিনি আরও বলেন, 'আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হয়েছে। যদিও মামলার এফআইআরে আমার নাম উল্লেখ করা হয়নি। অভিযোগকারী গাড়িতে আগুন দেওয়ার জন্য আমাকে সন্দেহ পর্যন্ত করেননি। কিন্তু পুলিশ আমাকে ঘটনার সঙ্গে জড়িয়েছে।'

তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, তিনি ঘটনার সঙ্গে অভিযুক্তের জড়িত থাকার তথ্য পেয়েছেন। 

জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

9h ago