মগবাজারে পুলিশ ভ্যানের কাছে ২ ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওই এলাকায় টহলরত একটি পুলিশ ভ্যান থেকে মাত্র ১০ মিটার দূরে বোমাগুলো পরে এবং বিস্ফোরিত হয়।'

তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Baitul Mukarram to host five Eid jamaats

Prayer times: 7am, 8am, 9am, 10am, 10:45am

1h ago