বগুড়ায় এনসিপির সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সভার সময় দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। ঘটনার সময় সভাস্থলে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনসিপির নেতাদের অভিযোগ, পুলিশ সুপার কার্যালয়ের সামনে এমন ঘটনা প্রমাণ করে যে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
সারজিস আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটা গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিত তৈরির চেষ্টা করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে আজ এমন ঘটনা ঘটত না।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সভা শেষে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসীর সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলনায়তন গেটের বাইরে অবস্থান করছিল। ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ ভেতরে আসে।
'আমরা যতদূর জেনেছি, জেলা পরিষদ ভবনের পেছনে একটি বিল্ডিং থেকে ককটেল নিক্ষেপ করা হয়। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।'
Comments