হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাজারীবাগে ককটেল বিস্ফোরণ
হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে আহত হয় শিশুসহ ৪ জন। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে শিশুসহ চার জন আহত হয়েছেন। আজ সকাল সকাল সাড়ে ১১টার দিকে জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-- আমির হোসেন (৫৫) মাকসুদা বেগম (৫০), বাদল আহমেদ (৫০) এবং তার ছেলে তানভীর আহমেদ (৮)।

আমির জানান, তাদের বাসা ভোটকেন্দ্রের পাশেই। তিনি ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুইটা বিস্ফোরণ হয়। এতে তার পায়ে এসে স্প্রিন্টার লাগে। এসময় বাকিরাও আহত হন।

তার ধারণা আশেপাশের কোনো একটা বিল্ডিং থেকে এই ককটেলগুলো ছুড়ে মারা হয়েছে।

আহত বাদল আহমেদ জানান, কেন্দ্রের সামনে দিয়ে ছেলে তানভীরকে নিয়ে হেটে যাচ্ছিলেন। তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ হয়। এতে তার ছেলের ডান পায়ে জখম হয় আর তার নিজের থুতনিতে সামান্য যখন হয়।

আহত মাকসুদা বেগম জানান, তার বাসা বটতলা মাজার এলাকায়। ঘটনার সময় ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ওই বিস্ফোরণে আহত হন তিনি। তার বাম পায়ে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাজারীবাগ থেকে শিশু নারী সহ চারজন আহত হয়ে হাসপাতালে এসেছে। আহতদেরকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
500 bhoris of gold looted from jewellery shop in Dhaka’s Mouchak

500 bhoris of gold looted from jewellery shop in Mouchak area, owner claims

The incident took place around 3am at Shampa Jewellers, located on the first floor of the mall

53m ago