বিএনপি এখন শেষ হওয়ার পথে: ওবায়দুল কাদের

খুলনা সার্কিটহাউজ মাঠে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আল্লাহ যার সাথে আছে, তাকে কেউ হটাতে পারে না। শেখ হাসিনার ওপর আল্লাহর আশীর্বাদ আছে। শেখ হাসিনা জনগণের শক্তিতে শক্তিমান। তাকে কোনো অপশক্তি হটাতে পারবে না। বাংলার জনগণ তার সাথে আছে এবং থাকবে।'

আজ সোমবার বিকলে ৪টার দিকে খুলনা সার্কিটহাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, '২৮ তারিখে মির্জা ফখরুল নয়াপল্টন থেকে দৌড়ে পালিয়েছে। তারা নাকি কী এক আরাফিকে ডেকেছে। এই আরাফি নাকি বিএনপির অবতার আর ভগবান। ভগবানকে ডেকে সরকারকে সেদিন হটাতে চেয়েছিল। পেরেছে?'

তিনি বলেন, 'ওই আরাফি নাকি, ওই যে কোথা দিয়ে তাদের অবতার বানিয়েছে। তাকে দিয়ে সরকার হটানো চক্রান্ত করেছে। সেই চক্রান্ত সফল হয়নি আল্লাহর রহমতে। ২৮ তারিখ সরকার তো যায় যায়। শেষ হয়ে গেছে? শেষ হয়ে যাচ্ছে তারা। বিএনপি এখন শেষ হওয়ার পথে।'

তিনি আরও বলেন, 'তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদেরই পতন ডেকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বিএনপির পতন অনিবার্য।'

'শেখ হাসিনা আছেন, তিনি যতদিন আছেন, জনগণের সঙ্গে আছেন। আপনাদের অনুরোধ করবো আস্থা রাখুন। আস্থা রাখুন শেখের বেটি শেখ হাসিনার ওপর। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আওয়ামী লীগ বিজয়ী হবে। আবারও বিজয়ী হবো, শক্তি রাখেন, নিজেরা শক্তিমান হন। আমাদের ভয় পাওয়ার কিছু নেই,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt angling for free trade with EU

The EU accounts for more than $25 billion in annual shipments from Bangladesh, or over 60 percent of total exports.

9h ago