যাত্রাবাড়ীতে বাসে ও বরিশালে ট্রাকে আগুন

যাত্রাবাড়ীতে বাসে ও বরিশালে ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার সন্ধ্যায় ৭টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

মৌমিতা পরিবহনের ওই বাসে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের সহকারী উপপরিচালক শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অগ্নি সংযোগের তথ্য পেয়ে রাত ৮টার দিকে পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে যায়।'

এদিন সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্বৃত্তরা একটি পানবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

গৌড়নদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল মোল্লা বলেন, 'দুর্বৃত্তরা প্রথমে সড়কে গাছ ফেলে ট্রাকটি থামায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। তথ্য পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'ট্রাকচালক কাউসার হোসেন এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন।'

Comments

The Daily Star  | English

Dhaka gridlocked as BNP, Jamaat political rallies bring city to a halt

Traffic congestion had spread to various parts of the city, Mirpur and Uttara experienced comparatively less disruption

48m ago