নাটোরে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

বাসে আগুন
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে জি. এম ট্রাভেলসের তিন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা জি. এম ট্রাভেলসের তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির সপ্তম দফায় চলমান ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে আজ এ ঘটনা ঘটল।

স্থানীয় সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নেভায়।

আগুনে জিএম ট্রাভেলসের তিনটি বাস পুড়ে গেছে বলে জানা যায়।

বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জিএম ট্রাভেলস বাস পার্কিং করে রাখা হয় উল্লেখ করে পুলিশও স্থানীয়রা জানান, আজ ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে আগুন দেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ডেইলি স্টারকে বলেন, 'অবরোধের সমর্থনকারীরা নাশকতার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

1h ago