আগারগাঁও, সায়েদাবাদ ও গাবতলীতে যাত্রীবাহী বাসে আগুন

বাসের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও, সায়েদাবাদ এবং গাবতলী এলাকায় পৃথক তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১১টার দিকে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায়, সোয়া ১১টার দিকে সায়েদবাদ এলাকায় এবং রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, গাবতলীতে পদ্মা লাইনের একটি বাসে এবং আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে। সায়েদবাদে বাসে আগুন দেওয়ার পর এর আশেপাশে উপস্থিত মানুষ দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

 

Comments

The Daily Star  | English

London wants 'to go to sharia law,' says Trump

British MPs rally behind London Mayor Sadiq Khan; dismiss claim as ‘false and inflammatory'

3h ago