এবার স্থানীয় নির্বাচনের নামে প্রহসন শুরু হচ্ছে: গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পরিষদের সভাপতি নুরুল হক নূর। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতের লুটপাটসহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, 'ব্যাংকিং খাতের লুটপাটের সঙ্গে সরকারের এমপি-মন্ত্রী, সুবিধাবাদী আমলারা জড়িত। ব্যাঙের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে। জনগণ টের পাচ্ছে না।'

তিনি বলেন, 'সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে। ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করছে। যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে, লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে।'

গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে নূর বলেন, 'পরোয়ানা নিয়ে আমরা ভীত নই। এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি পরোয়ানা আছে। জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। জাতীয় নির্বাচনের মতো বিরোধী দলগুলো স্থানীয় নির্বাচনও বর্জন করছে। আমরা সবাইকে অনুরোধ করবে কেউ নির্বাচনে অংশ নেবেন না, ভোটকেন্দ্রে যাবেন না।' 

তিনি আরও বলেন, 'ভারত খেদাও আন্দোলন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। ফলে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তাই এখন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সরকার হয়রানি করছে।'

সমাবেশে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, 'এ দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। এখন আর আমেরিকা-ইউরোপ কিংবা ভারত-চীনের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। কেউ আমাদের কিছু করে দেবে না। যা কিছু করতে হয়, এ দেশের জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে।'

তিনি আরও বলেন, 'দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে। নুরুল হক নূর রাজনৈতিক নেতাদের মধ্যে এই পণ্য বর্জনের ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে কারণে ভারতীয় মদদে নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আর আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি, সেই ক্ষোভও সরকারের আছে।'

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার প্রমুখ।

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

7h ago