পটুয়াখালীতে বিএনপির সমাবেশের মিছিলে হামলা, আহত ৫

সমাবেশে যাওয়ার পথে এক মিছিলকারীকে পেটাচ্ছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, তার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দবিতে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাওয়ার সময় দলের নেতাকর্মীদের ওপর এ হামলা চালানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ অন্যা নেতারা।

হামলার বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, 'বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।'

Comments

The Daily Star  | English

Ducsu 2025, a litmus test for the interim government

Ducsu 2025 is much more than a contest for student union posts. It is like a referendum on the future of student politics in Bangladesh

35m ago