অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'রাষ্ট্রপতির কাছে অনুরোধ বিলম্ব না করে আজকেই অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করুন। অন্যথায় রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।'

দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি আজ মঙ্গলবার এ কথা বলেন।

গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, '২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এসব কাজ করতে হবে, ২৪ ঘণ্টা পার হয়ে যাচ্ছে। ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।'

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রসঙ্গে ফখরুল বলেন, 'প্রেসিডেন্ট যখন আমাদের ডাকবেন, তখন আমরা নাম প্রস্তাব করব। আমরা কোনো নাম ঠিক করিনি। নাম ঠিক করলে আপনারা জানতে পারবেন।'

মির্জা ফখরুল বলেন, 'ছাত্রদের প্রতি আমাদের আস্থা আছে। তাদের কাছে প্রত্যাশা করবো, সর্বদলীয় গুরুত্ব দেওয়া হোক।'

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির ব্যাপারে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রধানরা একমত হয়েছেন।

খালেদা জিয়া যখন নিজে মনে করবেন তখনই তিনি সবার সামনে আসবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, 'আমরা সবাইকে অনুরোধ করব প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। এখন প্রয়োজন ধৈর্য্যের।

'সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, অগ্নি সংযোগ করছেন, দয়া করে এসব বন্ধ করুন। যারা এসব করছেন তারা আন্দোলনের বিরোধীকারী ও তাদের লোকজন।'

দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। পরিস্থিতি শান্ত রাখুন, বলেন মির্জা ফখরুল।

Comments

The Daily Star  | English

July charter implementation: Commission races against time to find out ways

Consensus Commission has yet to find a viable mechanism to ensure that the proposed constitutional reforms under the July charter will be implemented

9h ago