পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইইউ সহযোগিতা করবে: আমীর খসরু

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইইউ সহযোগিতা করবে: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতা করতে রাজি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে বাংলাদেশ গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি—সব কিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে, কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে, সেখান থেকে দেশটাকে তুলে আনা যাবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।'

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এই বিষয়টি আলোচনা হয়েছে।'

আরেক প্রশ্নের জবাবে খসরু বলেন, 'বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে; যে ১০০ বিলিয়ন ডলারের উপরে, বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।'

Comments

The Daily Star  | English

Govt plans to seek 3-yr deferral from LDC graduation: commerce secretary

Deferring LDC graduation will be challenging as key partners oppose the move

1h ago