ছাত্রনেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলছে: নুরুল হক নূর

নুরুল হক নূর। ছবি: সংগৃহীত

ছাত্রনেতাদের নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

আজ রোববার বিকেলে চাঁদপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ছাত্রনেতাদের বক্তব্য প্রসঙ্গে নূর বলেন, 'তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন।'

'এমন কোনো কথা বলবেন না, যেন উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি হয়,' বলেন তিনি।

নূর আরও বলেন, 'গত ১৫ বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগ ফ্যাসিবাদের তৈরি হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে, যেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ফিরে না আসতে পারে। আমাদের মধ্যে যেন আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে না পায়।'

তিনি বলেন, 'এটি আমাদের ভুলে গেলে চলবে না যে শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসনের বড় একটা অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করা যাবে না। কারণ তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে হলে তাদের লাগবে।'

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মাহমুদুল হাসান এবং যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

Comments

The Daily Star  | English
A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

Projections by the United Nations Food and Agriculture Organization (FAO) indicate that tea cultivation areas could shrink by 2050.

7h ago