এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আজ সোমবার দলটির আরেক যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১১ মার্চ জাতীয় দৈনিকে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে। 

এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে আগামী ৭ দিনের মধ্যে তাকে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে আগের মৌখিক সতর্কতা অমান্যের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে অব্যাহতি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia's political life

The untold history of why Khaleda Zia entered politics

Why did Khaleda Zia, a typical housewife who had become widow at a critical age in terms of Bangladesh's culture, join politics?

2h ago