নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ

ইসির মূলগেটের কাছে বিক্ষোভ সমাবেশের একটি অংশ। ছবি: রাশেদ সুমন/স্টার

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার দুপুর ১২টা থেকে ইসির সামনে জড়ো হন তারা।

দুপুর ১টা ২৪ মিনিটের দিকে বিক্ষোভ সমাবেশের একটি অংশ ইসির মূলগেটের কাছে চলে আসে। তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং স্লোগান দিচ্ছেলেন 'এই মুহুর্তে দরকার স্থানীয় সরকার', 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'।

মূলগেটের ভেতরে কোস্ট গার্ডের সদস্যরা আছেন।

এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। সেখানে দলটির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মাইকে বক্তব্য দিচ্ছেন। তাদের দাবি হলো-নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন।

বিক্ষোভ সমাবেশে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, 'আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।'

এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, 'নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের কারণে আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। আমরা এ নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। সারাদেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের ভোগান্তি কমাতে হবে।'

এনসিপির গুলশান থানার প্রতিনিধি নূর ইসলাম জুয়েল বলেন, 'একদল ১৭ বছরে লুটেছে, রাত পোহালে আরেকদল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমরা বিপ্লব ঘটিয়েছি। আমরা নতুন সংবিধান চাই। নতুন সংবিধানের মাধ্যমে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।'

এদিকে আজ সকাল সাড়ে দশটা থেকে ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের সভার আলোচ্য আলোচ্য সূচি-রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫, সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫।

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

39m ago