হাইকোর্টের রায়ের পর ইশরাক সমর্থকদের উল্লাস, মিছিল

হাইকোর্ট রায় ইশরাক সমর্থক মিছিল
মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের মিছিল বের করেন। ছবি: আমরান হোসাইন/স্টার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর উল্লাস প্রকাশ ও মিছিল বের করেছেন তার সমর্থকরা।

আজ বৃহস্পতিবার সকালে কাকরাইল মসজিদ এলাকা, মৎস্য ভবন সংলগ্ন ও নগর ভবনের আশপাশে ইশরাকের সমর্থকরা মিছিল বের করেন।

তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে তারা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

মিছিলে যোগ দেওয়া সুজন মাহমুদ বলেন, 'এই আন্দোলন এখন আর শুধু ইশরাক হোসেনের মেয়র শপথের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।'

এর আগে, আজ সকাল সাড়ে ১১টার দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে আইনগত কোনো বাধা নেই।

'তারা শপথ না পড়ালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
August 5 declared as July Mass Uprising Day

Govt declares 3 new days for nat’l observance

The interim government yesterday declared August 5 as “July Mass Uprising Day” to commemorate the student-led protests that toppled the Sheikh Hasina regime that day last year.

1h ago