ধোঁকাবাজি নয়, সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে: নাহিদ ইসলাম

নীলফামারীতে পথসভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে এবং সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে।    

আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা শহরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচনের কথা বলে মূলা ঝুলানো হচ্ছে। আমরা ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই। কিন্তু অবশ্যই শেখ হাসিনাসহ সব হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে আগে।'

'আমরা বলেছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে আগে। সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে,' বলেন তিনি।

নাহিদ বলেন, 'আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের মহাসমাবেশে জুলাই ইশতেহার প্রকাশ করা হবে।'

জুলাই আন্দোলনের বছরপূর্তি উপলক্ষে এনসিপির 'জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ নীলফামারীতে যান নাহিদ ইসলাম।

পথসভায় তিনি বলেন, 'জুলাই আন্দোলনে জনআকাঙ্ক্ষার বাস্তবায়নে মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।'

'জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই আজ আমাদের নতুন দল ঘোষণা করতে হয়েছে,' বলেন তিনি।

বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম উপস্থিত জনতার সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ সপ্তম শ্রেনীর শিক্ষার্থী রুবেল ইসলামের বাবা মো. রফিকুল ইসলামের পরিচয় করিয়ে দেন।

এনসিপির নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল মজিদের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago