আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আমরা কখনোই মেনে নেব না: হাসনাত

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'আপনারা হয়তো কেউ বিএনপি করেন, কেউ জামায়াত করেন, তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আমরা কখনোই মেনে নেব না।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে বিএনপি নির্যাতিত হয়েছে, জামায়াত নির্যাতিত হয়েছে। এই ফ্যসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।'

আজ বুধবার কুমিল্লার টাউন হলে আয়োজিত সভায় সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে এনসিপির পদযাত্রা শোক র‍্যালিতে পরিণত হয়। মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

হাসনাত বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি করেছে। তাদের কেনা পুরাতন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে আজকে মাইলস্টোন স্কুলের এত ছাত্র-ছাত্রী নিহত হয়েছে। এই প্রত্যকটি দুর্নীতির বিচার করতে হবে।'

'আপনারা হয়তো ভাবছেন আমাদের লড়াই ফ্যসিবাদের পতনের মধ্যে সমাপ্ত হয়েছে, প্রকৃতপক্ষে আগামী দিনে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে,' যোগ করেন তিনি।

হাসনাত আরও বলেন, 'কুমিল্লার প্রত্যেকটি উপজেলায় এনসিপির শক্ত ঘাঁটি গড়ে তুলতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতে বঞ্চিত কুমিল্লা হবে আগামী দিনে এনসিপির ক্যান্টনমেন্ট।'

অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দুপুরে কুমিল্লা শহরের পদুয়ার বাজারে হোটেল নুরজাহানে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এর আগে এনসিপি নেতারা তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago