চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন পটুয়াখালী মহিলা দল সভাপতি আফরোজা

আফরোজা বেগম সীমা | ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগ ওঠায় দলীয় পদ হারিয়েছেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা।

আজ মঙ্গলবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, 'আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এ আদেশ আজ থেকে কার্যকর হবে।'

আফরোজা সীমা শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

এর আগে গত শুক্রবার তার বিরুদ্ধে একজন গণমাধ্যমকর্মীকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এশিয়ান টেলিভিশনের অনলাইন প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুকে তিনি বলেন, 'ঘেডি নোয়াইয়া কেউন্নামু, তুমি ই-দেহাইতেছো...। আজীবন বড় হইছো বস্তিতে থাইক্যা। কেউন্নাইয়্যা এক্কেবারে হোয়াইয়া দিমু। তোরে এইহানে বাইন্দা পিটাইলে কোনো সাংবাদিক আইবে না আমার ধারে।'

সূত্র জানিয়েছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সালিশ চলাকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে আফরোজা তনুকে হুমকি দেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

এ ব্যাপারে জানতে চাইলে আফরোজা সীমা বলেন, 'সাংবাদিক তনুর সঙ্গে আমার একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। গোপনে ভিডিও ধারণ করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটি ভুল বোঝাবুঝি মাত্র।'

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

1h ago