নির্বাচন বানচালে অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচন বানচালে 'অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা' ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, 'প্রায় এক বছর আগে আমি বলেছিলাম, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অদৃশ্য শক্তি কাজ করছে। এখন মানুষ লক্ষ্য করতে শুরু করেছে যে, সাম্প্রতিক সময়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট করার জন্য অশুভ শক্তির অপচেষ্টা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।'

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) 'বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 'অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতাচ্যুত, পরাজিত ও পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জনগণের অধিকার সমুন্নত রাখার পথে হাঁটছে, তখন কিছু রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থ রক্ষার জন্য নির্বাচনের নামে শর্ত আরোপ করছে।'

তিনি আরও বলেন, 'এটি করে তারা পরিকল্পিতভাবে নির্বাচনী পথে বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে।'

Comments

The Daily Star  | English

CA Yunus urges stronger global action against money laundering in meeting with TI chair

Urges binding international laws to stop billions in illicit funds from flowing to offshore havens and wealthy nations

11m ago