চাকসু নির্বাচন: কলা অনুষদে ভোটগ্রহণ সম্প্রচারের এলইডি স্ক্রিন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচন সরাসরি সম্প্রচারে এলইডির স্ক্রিনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
তবে কলা ও মানববিদ্যা অনুষদের এলইডি স্ক্রিনটি বন্ধ হয়ে আছে। এই অনুষদে নয়টি ক্যামেরায় ভোটগ্রহণ এলইডি স্ক্রিনে সম্প্রচারের ব্যবস্থা ছিল।
শুরুতে তিনটি ক্যামেরা বন্ধ ছিল। বাকিগুলো স্ক্রিনে দেখা যাচ্ছিল। পরে একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্ক্রিনটি বন্ধ রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দপ্তর সম্পাদক পদপ্রার্থী তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, 'নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এলইডি স্ক্রিনে সরাসরি ভোটগ্রহণ দেখানোর কথা ছিল। কিন্তু কলা অনুষদের এলইডি স্ক্রিন প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নেয়নি।'
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর অধ্যাপক কোরবান আলী বলেন, 'শুরুতে সব এলইডি স্ক্রিন সচল ছিল। তবে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দিয়েছে। আমরা দ্রুত তা সমাধানের চেষ্টা করছি। ইতোমধ্যে টেকনিশিয়ানদের ডাকা হয়েছে।'
কলা ও মানববিদ্যা অনুষদের তিনটি কেন্দ্রের ১২টি কক্ষে চলছে ভোটগ্রহণ। এই অনুষদের ভোটার সংখ্যা পাঁচ হাজার ২৬৩।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কিছু কিছু কেন্দ্রে শুরু হয় সাড়ে ৯টায়। মোট পাঁচটি অনুষদ ভবন, ১৫টি কেন্দ্র, ৬৮৯টি বুথে চলছে ভোটগ্রহণ।
Comments