কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা-আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে জানিয়ে তিনি বলেন, 'সন্ধ্যায় একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়েছিল। তারা ইটপাটকেল নিক্ষেপ এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।'

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে একটি ফোন এসেছিল জাতীয় পার্টির কার্যালয়ে আগুন লেগেছে। এর কিছুক্ষণ পর আবার কল করে জানানো হয়, তারা আগুন নিভিয়ে ফেলেছেন। সে কারণে আমাদের কোনো ইউনিট পাঠানো হয়নি।'

গত শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে রাশেদ ডেইলি স্টারকে বলেন, 'আমরা শাহবাগে সংহতি সমাবেশে ছিলাম। জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনাটি আমরা শুনেছি। তাদের তো অনেকের সঙ্গে শত্রুতা। কারা হামলা করেছে সে ব্যাপারে আমরা কিছু জানি না।'

রাত পৌনে ৯টার দিকে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তারা বিজয়নগর থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।

'মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। রাহুলকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে,' বলেন ফারুক।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago