৫ দফা দাবিতে খেলাফত মজলিশের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিশের সংবাদ সম্মেলন। ছবি: মামুনুর রশীদ/স্টার

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ।

একইসঙ্গে দলটি বলছে, সনদ বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সাতটি দলের সঙ্গে যে যুগপৎ কর্মসূচি শুরুর কথা উঠেছে, তা এখনো আলোচনার পর্যায়ে আছে। এ ব্যাপারে তারা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

আজ রোববার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সনদ বাস্তবায়নসহ বাংলাদেশ খেলাফত মজলিশের অন্য দাবিগুলো হলো—আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি, সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

এসব দাবি আদায়ে সংবাদ সম্মেলন থেকে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলের আমীর মামুনুল হক।

লিখিত বক্তব্যে মামুনুল হক বলেন, 'আমাদের এই পাঁচ দফা কেবল রাজনৈতিক দাবি নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও ভবিষ্যৎ রক্ষার আন্দোলন।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মূসা, প্রচার সম্পাদক হাসান জুনাইদ প্রমুখ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago