জাতীয় নির্বাচন ঘোষিত সময়েই হতে হবে কোনো কন্ডিশন ছাড়াই: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হতে হবে, এর জন্য কোনো শর্ত রাখা যাবে না।

আজ রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

এই বিএনপি নেতা বলেন, 'নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।'

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমাদের জাতীয় নির্বচনের যেই টাইমলাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইমলাইনে নির্বাচন হতেই হবে। এটার ওপর কোনো কন্ডিশন দেওয়া যাবে না।'

'আমরা যেসব সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি, তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য এবং সংবিধানকে স্পর্শ করে না—সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন। কিছু অবশ্য অধ্যাদেশ বা নির্বাহী আদেশের জন্য অপেক্ষামান আছে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলো বাস্তবায়ন হয়ে যাবে,' বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা যেকোনো মুহূর্তে জুলাই সনদে সই করার জন্য প্রস্তুত আছি, সেটা আগেও বলেছি। আপনি (প্রধান উপদেষ্টা) জাতির উদ্দেশ্যে যতবার ভাষণ দিয়েছেন বলেছেন, আমরা এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সব রাজনৈতিক দল যেসব সংশোধনীতে একমত হবে, সেগুলো আমরা কম্পাইল করে জাতীয় প্রতিশ্রুতি প্রণয়ন করব।'

'সবার মতামতে যেহেতু এটা গৃহীত হয়েছে, তাই বিষয়গুলো আলোচিত হয়নি, সে বিষয়গুলো ইনক্লুড করা ঠিক হবে না। শেষ মুহূর্তে দুয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটার (জুলাই সনদ) আইনি ভিত্তি না থাকলে তারা সনদে সই করার বিষোয়ে ভাববেন। আমরা বলেছি যে, আইনি ভিত্তির বিষয়ে আলোচনা হলে আমরা অংশ নেবো সে আলোচনা পরবর্তীতে শুরু হয়েছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago