নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ফাইল ছবি

নিউইয়র্কে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাবদিহি চেয়েছেন জাতীয় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছে।

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর আড়াইটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হত্যার নীলনকশা নিয়ে যে আক্রমণ সেটি দেখেছি।

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন,  মাহফুজ আলম যখন এর আগে বিদেশ গিয়েছিলেন,লন্ডনে এবং আমেরিকায়, তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়া হয়েছিল। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারাকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীরা হামলা ও ভর্ত্সনা করে।'

তিনি বলেন, 'আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই, এই ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে—সরকারের পক্ষ থেকে এ নিয়ে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

নাহিদ অভিযোগ করে বলেন, 'যখন উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল, তখনও আমরা বলেছিলাম যে গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সঙ্গে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভেতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়।'

তিনি বলেন, 'সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি।

এই সফরে এনসিপির নেতাদের যাওয়ার কথা ছিল না উল্লেখ করে নাহিদ বলেন, ড. ইউনুস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে গেলেন, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। ড. ইউনুসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে।'

'দ্বিতীয়ত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে ও বিদেশে যে নানা তৎপরতা চালাচ্ছে—দেশকে অস্থিতিশীল করা, গণঅভ্যুত্থানের নেতা, শহীদ পরিবার ও আহতদের লক্ষ্য করে আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক প্রচারণা চালানো—এসবই চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকালের ঘটনাকে দেখতে হবে, বলেও,' জানান নাহিদ।

এনসিপির এই নেতা বলেন, 'সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টি আমরা বারবার বলে আসছি, সেই জায়গায় দুর্বলতা রয়েছে বলেই আওয়ামী লীগ এত তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।'

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

3h ago