আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, জনসংযোগ: সালাহউদ্দিন আহমেদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।

'তবে যারা প্রোপোশনাল রিপ্রেজেন্টেটিভ মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না,' বলেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, 'বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে আছেন। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে—তাহলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে, এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করতে কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান।'

'এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। এখানে দেশি-বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধ। এদেশে গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে, দেশি-বিদেশি কোনো রকমের ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago