জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ইসলামী আন্দোলন

জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের ব্যাপারে ইসলামী আন্দোলন এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আশরাফ আলী বলেন, 'আমি পরিষ্কার বলেছি, দীর্ঘদিন ঐকমত্য কমিশনের যে আলাপ-আলোচনা হয়েছে, তার মূল একটা লক্ষ্য হলো একটা সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন করা। আপনি যদি লেভেল প্লেয়িং ফিল্ড না করেন, তাহলে কিন্তু উৎসবমুখর নির্বাচন করতে পারবেন না।'
জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, 'আমরা একটা প্রস্তাব দিয়েছি যে, কোনো নোট অব ডিসেন্ট থাকতে পারবে না। এটা একটা বিশাল ঝামেলা, ক্লামজি। আপনারা সব নোট অব ডিসেন্ট সব দল উইড্র করবে, তার পরে আমরা এখানে সই করব।'
'আমরা চাচ্ছি গণভোট নির্বাচনের আগে হবে। আমরা নভেম্বরের মধ্যে গণভোট দাবি করছি,' বলেন তিনি।
আশরাফ আলী আরও বলেন, 'আমরা নাম পাঠিয়েছি। জুলাই সনদে স্বাক্ষর করব কি না আমরা আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেব, ইনশাআল্লাহ।'
Comments