সনদে সই করব কি না একদিন গেলেই জেনে যাবেন: তাহের

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমরা আশা করি, সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হবো, ইনশাআল্লাহ।'
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
গণভোটে রাজি হওয়ায় জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভেতরে ডিফারেন্স আছে। আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্ম কমিশন কমিটির জন্য, এটা একটা আলাদা বিষয়। আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়।'
'গণভোটে এমন কিছু দিক আছে, যেগুলো যদি হ্যাঁ-না ভোটে হ্যাঁ হয়, তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেকটারে কিছু পরিবর্তন হবে। যেমন আপার হাউস পিআর সিস্টেম বাই ভোটারস, নট বাই এমপিস। এ ব্যাপারেই কমিশনে আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা একমত হয়েছি। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে। সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে। যদি এটা নির্বাচনের দিনেই হয়—কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসঙ্গে। তাহলে আপার হাউস তো নির্বাচনের দিন পর্যন্ত আর পাস হলো না! হ্যাঁ-না এর জন্য অপেক্ষায় থেকে গেল। আমরা যদি বলি এটা হ্যাঁ হয়েছে, তাহলে কি আবার একটা নির্বাচন হবে আপার হাউসের জন্য? এটা একটা উদ্ভব টাইপের আলোচনা,' বলেন তিনি।
তাহের বলেন, 'কেউ কেউ বলছেন যে, লোয়ার হাউসে যে ভোট পাব আমরা, যদি হ্যাঁ-নাতে জয় হয়, সেই প্রপোরশনে আমরা আপার হাউসকে একসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড়-চোপড় কিনে ফেলার মতো অবস্থা। কারণ যেদিন ভোট হবে, সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই! কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন। নাই যেটা, সেটার ওপরে ভোট হয় কী করে!'
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, '১৭ তারিখে আমরা আশা করি যাব এবং সিগনেচারের ব্যাপারে বলতে চাই যে, মাত্র একদিন বাকি আছে। ওইদিন গেলেই দেখে ফেলবেন, জেনে যাবেন।'
Comments