‘আগামী নির্বাচন জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লড়াই’

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে জাতির জন্য এক উজ্জ্বল ভবিষ্যত নির্মাণের লড়াই হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ শুক্রবার সকালে ঢাকা-১৭ আসনের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য। গুলশানের 'ইমানুয়েলস পার্টি সেন্টারে' এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সেলিম উদ্দিন নির্বাচনী লড়াইয়ে জামায়াত নেতাকর্মীদের 'পূর্ণ দ্বীনি চেতনা' নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বলেন, জুলাই আন্দোলনের শত শত শহীদ আর নতুন প্রজন্মের স্বপ্নপূরণে দেশের মানুষের আস্থার জায়গা বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। এই প্রার্থীকে বিজয়ী করতে ঢাকা-১৭ আসনের প্রতিটি ঘরে খালিদুজ্জামানের সালাম ও দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার তাগিদ দেন সেলিম ‍উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্যে খালিদুজ্জামান বলেন, 'আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ ও সম্প্রীতির ঢাকা গড়তে চাই; যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমান সুযোগ থাকবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের যে মডেল আমরা বাংলাদেশে গড়তে চাই, তারা শুরুটা হবে ঢাকা-১৭ আসন থেকে।'

নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে জামায়াত শাসক নয় বরং সেবকের ভূমিকা নিতে চায় বলেও মন্তব্য করেন জামায়াত মনোনীত এই প্রার্থী।

জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে রুকন সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনের পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Comments