বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার মধ্যরাতে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, রাত সাড়ে ১২টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের শনাক্ত করা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ঘটনায় চারটি চেয়ার এবং একটি টেবিল আংশিক পুড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


Comments