‘গণঅধিকারের অপেক্ষা’য় আজ ঘোষণা হচ্ছে না এনসিপির নেতৃত্বে জোট

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে জোটের জন্য সম্ভাব্য দলগুলোর সঙ্গে 'আলোচনা এখনো সম্পূর্ণ না হওয়ায়' এখনই এ বিষয়ে ঘোষণা আসছে না।

আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে গণঅধিকার পরিষদ কিছু সময় চেয়েছে।

মঞ্জু বলেন, 'তাদের অনুরোধের কারণেই আমরা আজকের ঘোষণা স্থগিত করেছি। আশা করছি আগামী দু-তিন দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।'

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারও বিষয়টি স্বীকার করে জানান, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপির নেতৃত্বে সমমনোভাবাপন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে এক করার উদ্যোগের কথা প্রথম জানানো হয় গত ২৪ নভেম্বর। এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বিষয়টি প্রকাশ্যে আনেন।

এ পর্যন্ত প্রস্তাবিত এই জোটের জন্য আলোচনায় রয়েছে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ (আপ বাংলাদেশ)। জোটে অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণঅধিকার পরিষদের সঙ্গেও আলোচনা চলছে।

এনসিপির প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানান, জোটটির নাম রাখা হয়েছে 'গণতান্ত্রিক সংস্কার জোট'।

তিনি বলেন, 'এটি এমনভাবে গঠন করা হচ্ছে যাতে নির্বাচনকেন্দ্রিক জোট হিসেবে যেমন কাজ করতে পারবে, তেমনি দীর্ঘমেয়াদি রাজনৈতিক জোট হিসেবেও ভূমিকা রাখতে পারবে।'

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago