চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল

খালেদা জিয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে।

'কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তিনি এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই তাকে নেওয়া সম্ভব।'

আজ শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তারা বিশ্বাস করেন যে তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন। তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে তার অসুস্থতা সেখান থেকেই শুরু হয়েছিল। সঠিক চিকিৎসার অভাবে তার অবস্থার অবনতি হয়েছিল।

ফখরুল আরও বলেন, 'আপনারা সকলেই জানেন যে কোভিডের সময় তিনি চার বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু গত কয়েকদিনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন।'

এর আগে, গণমাধ্যমের সাথে কথা বলার সময় ফখরুল বলেন, গতকাল খালেদা জিয়ার অবস্থার 'অবনতি' হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে এবং কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি।

ফখরুল আজ সকালে  ফোনে সাংবাদিকদের বলেন, 'এটি কেবল বিমানের সমস্যা নয়, তার স্বাস্থ্যের অবস্থাও একটি কারণ। গতকাল তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছিল।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago