খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে চলছে: মেডিকেল বোর্ড

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদারের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা ধরা পড়ে। এরমধ্যে রয়েছে—শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইড এর মাত্রা বেড়ে যাওয়া।

এ অবস্থায় তাকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিন এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

এছাড়া একিউট প্যানক্রিয়েটাইটিস, উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা, কিডনির ডায়ালাইসিস, রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউশন দেওয়া হচ্ছে বলে জানায় মেডিকেল বোর্ড।

তবে সব চিকিৎসার পরও তার জ্বর না কমায় এবং ইকো কার্ডিওগ্রাফির ধমনীর ভালভে সমস্যা দেখা দিলে পরীক্ষা করে 'ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস' শনাক্ত করেন চিকিৎসকরা।

সঙ্গে সঙ্গেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করেছে মেডিকেল টিম।

প্রতিদিনই খালেদা জিয়ার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ  করে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে মেডিকেল বোর্ড।  

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

8h ago