বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বাবা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

১৯ বছর পর আজ শুক্রবার বিকেল ৪টা ৫০মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া ও মোনাজাত করেন।

এর আগে বিকেল ৪টা ৪০মিনিটে শেরেবাংলা নগর এলাকায় প্রবেশ করেন তারেক রহমান। সেসময় বিজিবি, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের শেরেবাংলা নগর এলাকা ও আশপাশে ঢুকতে বাধা দেন। শুধু  সিনিয়র নেতাদের ঢুকতে দেওয়া হয়।

এর আগে দুপুর ১২টা থেকে শেরেবাংলা নগর ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। দুপুর ১টা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ব্যানার ও দলীয় নেতার ছবি নিয়ে এলাকায় জড়ো হতে শুরু করেন এবং ছোট ছোট মিছিলে অংশ নেন। পার্কের ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে রাখা হয় এবং কাউকে কবরের কাছে যেতে দেওয়া হয়নি।

আজ দুপুর ৩টার দিকে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago