বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ
বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।'
ওই আসনের বিএনপির নেতাকর্মীদের রাশেদ খানের সঙ্গে কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল।
রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলে জানালেও, তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
রাশেদ তার বক্তব্যে বলেন, 'আমি বলতে চাই বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি আজ বিএনপিতে যোগ দিয়েছি এবং দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে যাব।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এর আগে, গত বুধবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শরিক দলগুলোর সঙ্গে সমঝোতা হওয়ায় ঝিনাইদহ-৪ আসনসহ ৭ আসনে প্রার্থী দিচ্ছে না বিএনপি।
ছাড় দেওয়া অপর আসনগুলো হলো—নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বগুড়া-২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ব্রাহ্মণবাড়িয়া-৬, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পটুয়াখালী-৩, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ঢাকা-১২, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের পিরোজপুর-১ এবং ইসলামী ঐক্যজোটের নেতা রশিদ বিন ওয়াক্কাসের যশোর-৫।


Comments