খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে শোকবই
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খোলা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই শোকবই খোলা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সই করেছেন।
তাদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি এবং ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকেল ৩টায় শোকবই খোলা হয়। আগামীকাল বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে সই করা যাবে।
তিনি আরও বলেন, বিকেল ৩টার পর সুইডেন, নেদারল্যান্ডস ও ইরানের দূতাবাসের প্রতিনিধিরা কার্যালয়ে এসে শ্রদ্ধা জানান এবং শোকবইয়ে সই করেন।
আজ মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন।


Comments