হলফনামা

এইচএসসি পাস লেখক-গবেষক সারোয়ার তুষারের বছরে আয় ৩.৪ লাখ টাকা

মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেন সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।

হলফনামা অনুযায়ী, সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পেশায় লেখক ও গবেষক। 

তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই। লেখালেখির মাধ্যমে বছরে তার আয় ৩ লাখ ৪০ হাজার টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেন এনসিপি নেতা তুষার।

তার সম্পদের মধ্যে নগদ অর্থ ৩ লাখ টাকা দেখানো হয়েছে। আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ ২ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছেন।

তবে তার নামে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, যানবাহন বা অন্য কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

হলফনামা অনুযায়ী, লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।

নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Comments

The Daily Star  | English

ACC to scrutinise affidavits of aspirants

For the first time, the Anti-Corruption Commission will scrutinise the affidavits of general election aspirants to hold them accountable for their declared assets and liabilities.

9h ago